ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়া কাপে ঝড় উঠবে যাদের ব্যাটে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১০, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আর মাত্র ১দিন পরেই শুরু হচ্ছে এশিয়া কাপের মহারণ। গত আসরগুলোর মতো এবারও ব্যাটে ঝড় তুলতে পারেন, এমন তারকাদের নিয়েই আমাদের আজকের আয়োজন। একদিকে পাকিস্তানের ফখর জামান যেমন ব্যাটে ঝড় তুলছেন, অন্যদিকে রোহিত শর্মাও একের পর এক রেকর্ড ভাঙ্গছেন। বাংলাদেশের যেমন সাকিব আল হাসান বোলিং-ব্যাটিংয়ে ধার দেখাচ্ছেন, অন্যদিকে ভারতীয়দের অন্যতম ভরসা অলরাউন্ডার রবিন্দ্রচন্দ্র অশ্বিন চোখ রাঙ্গাচ্ছেন।

১) রোহিত শর্মা (ভারত)– ইংল্যান্ড সফরে সীমিত ওভারের ক্রিকেটে সেখানে শেষ করেছিলেন এশিয়া কাপে সেখান থেকেই শুরু করতে চাইবেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা৷ শেষবার ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে শতরান হাঁকিয়েছেন রোহিত৷ তার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেও রোহিতের ব্যাটে ওয়ান ডে’তে শতরান রয়েছে৷ ফলে এশিয়া কাপে নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ব্যাটসম্যান হিসেবেও ধামাকা দেখাতে চাইবেন ‘হিটম্যান’৷ বিরাটের অনুস্থতিতে রোহিত কেমন পারফর্ম্যান্স করেন সেদিকেই তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট ভক্তরা৷

২)ইমাম উল হক(পাকিস্তান)-পাকিস্তান দলের অন্যতম উঠতি তারা ধরা হচ্ছে ইমাম-উলকে৷ এশিয়া কাপের মঞ্চ দুবাইতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে শতরান হাঁকান ইমাম৷ চেনা পরিবেশে টুর্নামেন্টে অন্য দলগুলির বোলিংয়ের ঘুম কেড়ে নিতে পারেন এই বাঁ-হাতি৷ শেষ পাঁচ ম্যাচে ইমামের ব্যাটে রান- ১২৮,৪৪,০,১১৩,১১০

৩) সাকিব আল হাসান(বাংলাদেশ)- অল-রাউন্ডার সাকিব এশিয়া কাপের অন্যতম সেরা আকর্ষণ৷ শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন সাকিব৷ ২০১৯ ইংল্যান্ডের মাটিকে হতে চলা বিশ্বকাপকে মাথায় রেখে এশিয়া কাপে নিজের প্রস্তুতি সেরে নিতে চাইবে বাংলাদেশ৷ সেই প্রস্তুতিতে সাকিব অবশ্যই বড় স্তম্ভ হতে চলেছেন বাঁ-হাতি এই অল-রাউন্ডার। একনজরে শাকিবের শেষ পাঁচ ব্যাটিং ইনিংস- ৫১,৮,৯৭,৫৬,৩৭৷

৪) ফখর জামান- পাকিস্তানের আরও এক ক্রিকেটারের প্রতি নজর থাকবে এশিয়া কাপে৷ শেষবার বাঁ-হাতি এই ওপেনারের কাছেই হারতে হয়েছিল কোহলিদের৷ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একা হাতে ভারতীয় ব্যাটিংকে দুরমুশ করে ১১৪ রানের হাঁকিয়েছিলেন ফাকহার৷ ব্যাট হাতে সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে রয়েছেন পাক ওপেনার৷ জুলাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ২০০ রান হাঁকিয়েছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান৷

৫)অম্বাতি রায়ডু(ভারত)- চলতি বছরটা কিছুটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাচ্ছেন অম্বাতি রায়ডু৷ আইপিএলে দারুণ পারফর্ম্যান্স করে ভারতীয় দলে সুযোগ পাওয়া আগেই ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয়ে পিছিয়ে পড়ছেন৷ পরে আবার ফিটনেশ টেস্ট পাস করে ইন্ডিয়া এ দলের হয়ে খেলেছেন৷ এশিয়া কাপে ভারতীয় দলের মিডল অর্ডারে নজর থাকবে এই ডান হাতির দিকে৷ ভারতীয় এ দলের হয়ে শেষ চার ম্যাচে রান- ৬২*,৪৮,১১,৬৬

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি