ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিথুন-মুশফিকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৯, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:২৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রথমে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন চক্রবর্ত্তী। এরপর সাকিব ব্যাটিংয়ে এসে চোখ মেলতেই বোল্ড। কিছুক্ষণ পর ইনজুরির কারণে মাঠ ছাড়েন তামিম ইকবাল। এক কথায় তাসের ঘরের মতোই ভেঙ্গে পড়ছিল বাংলাদেশের টপ-অর্ডার। এরপরই টাইগার ব্যাটসম্যানদের আলোর পথ দেখাতে শুরু করে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন।

মুশফিক ধীরেসুস্থে ব্যাটিং চালিয়ে গেলেও রানের চাকা সচল রেখেছেন মিথুন। এই জুটির সংগ্রহ দাঁড়িয়েছে ১০৩ রান। মুশফিক ৪৫ রান ও মিথুন ৫৪ রানে ক্রিজে অবস্থান করছেন। এই জুটির উপর ভর করেই বড় রানের স্বপ্ন দেখছে টিম বাংলাদেশ।

এর আগে এশিয়া কাপে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে টিম বাংলাদেশ। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার জোড়া আঘাতে প্যাভিলিয়নে ফেরত গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসান ও ওপেনার লিটন দাস। লিটন ও সাকিবকে ব্যক্তিগত রানের খাতা খুলতেই দেননি পেসাল লাসিথ মালিঙ্গা। এতে টাইগারদের স্কোবোর্ডে মাত্র ২ রান যোগ করতেই নেই দুই উইকেট। এরইমধ্যে তামিম ইকবাল ইনজুরির কারণে মাঠ ছাড়ায় টাইগারদের স্কোরবোর্ড দাঁড়ায় ২ রানে ৩ উইকেট।

খেলার প্রথম বল থেকেই লাইন এন্ড লেন্থ ঠিক রেখে বোলিং শুরু করেন মালিঙ্গা। প্রথম তিনটি বল ঠেকালেও পরের বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। এরপরই ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। তবে কিছু বুঝে উঠার অগেই, মালিঙ্গার গোলায় বোল্ড হয়ে ফেরেন সাকিব। এতে মালিঙ্গা এক ওভারে এক রান ব্যয়ে দুই উইকেট তুলে নেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয় টিম বাংলাদেশ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়ায় এশিয়া কাপের ১৪তম আসর।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি