মিঠুনের পর মুশফিকেরও ফিফটি
প্রকাশিত : ১৯:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০১৮
এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মালিঙ্গা জোড়া আঘাত হানেন ইনিংসের শুরুতেই। প্রথম ওভারেই মালিঙ্গা ঝড়ে বিদায় নেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যন লিটন ও সাকিব।
এরপর অবশ্য দলের বিপর্যয়ে হাল ধরেন মুশফিক ও তরুণ মিঠুন। মিঠুন ইতোমধ্যেই অর্ধশতক করে ফেলেছেন। পঞ্চাশ করতে বল খেলেন মাত্র ৫২ টি। এর মধ্যে চারের মার ৪টি আর ৬ এর মার দুটি।
মিঠুনের পর ফিফটি করেন মুশফিকও। এ প্রতিবেদন লেখার সময় মুশফিক ব্যাট করছিলেন ৫৯ রান। বল খেলেছেন ৭৩টি। চার মেরেছেন ৪টি আর ৬ একটি।
মিঠুন মুশফিক অর্ধশতকের পাশাপাশি দলের রানেরও গতি বাড়ান। এই জুটি ইতোমধ্যে শতাধিক রানের জুটি গড়েছেন। দুই ব্যাটসম্যানই বড় স্কোরের দিকে এগোচ্ছেন।
মিঠুন ব্যাট করছেন ৫৮ রানে। বল খেলেছেন ৬২ টি। চারটি চার ও একটি ছয়ের মারে সাজানো তাঁর ইনিংস। অনেকটা মারকুটে ব্যাট করছেন তিনি।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ২৪ ওভারে ১৩১ দুই উইকেটে। এর আগে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন সাকিব ও লিটন। আর তামিম ২ রান করে ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন।
সূত্র : ক্রিকইনফো।
/ এআর /