মিঠুনকেও ফেরালেন মালিঙ্গা
প্রকাশিত : ১৯:৪২, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০১৮
টাইগার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের আর শেষ রক্ষা হলো না। পরপর তিনবার জীবন পেয়েও ক্রিজে থিতু হতে পারেননি টাইগার দলের টপঅর্ডার এই ব্যাটসম্যান। ৬৮ বলে ৬৩ রানে ফিরে গেছেন তিনি।
সর্বশেষ আঘাতটিও এসেছে মালিঙ্গার কাছ থেকে। মালিঙ্গার বলটি উড়িয়ে মারতে গিয়ে পেরেরার তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরত যান মিঠুন। এর আগে মুশফিকুর রহিমের সঙ্গে ১৩৪ রানের অনবদ্য জুটিতে টাইগারদের শক্ত ভিত গড়ে দেন মিথুন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে টিম বাংলাদেশ। মাত্র দুই রানে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ যখন খাদের কিনারে, সেখান থেকে দলকে টেনে বের করার চেষ্টা করছিলেন মুশফিখ-মিঠুন। তবে মালিঙ্গার সর্বনাশা বোলিং যে আর ক্রিজে থাকতে দিলো না মিঠুনকে। তাই তো ব্যক্তিগত ৬৩ রানে প্যাভিলিয়নে ফেরত যান মিথুন।
তার ইনিংস ৫ চার ও দুই ছয়ে সাজানো।
এর আগে রানের খাতা না খোলেই বিদায় নেন সাকিব ও লিটন। এ দু’জনকেও ফেরান মালিঙ্গা। আর ওপেনার তামিম দুই রান করে ইনজুরির শিকার হয়ে বিদায় নেন।
সূত্র : ক্রিটইনফো।
এমজে/