ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

৬ রানে তিন উইকেট হারিয়ে ফের বিপর্যয়ে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২০:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর‌্যয়ে পড়ে বাংলাদেশ। মালিঙ্গা জোড়া আঘাত হানেন ইনিংসের শুরুতেই। প্রথম ওভারেই মালিঙ্গা ঝড়ে বিদায় নেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন ও সাকিব। মুশফিক-মিঠুনের ব্যাটে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়ানো স্বপ্ন দেখছিল তখন ফের আঘাত হানেন মালিঙ্গা। ১৩২ থেকে ১৪২ এই ছয় রানের ব্যবধানে উইকেট পড়ে যায় ৩টি।

এরপর অবশ্য দলের বিপর‌্যয়ে হাল ধরেন মুশফিক ও তরুণ মিঠুন। মিঠুনের পর ফিফটি করেন মুশফিকও। এ প্রতিবেদন লেখার সময় মুশফিক ব্যাট করছিলেন ৭০ রানে। বল খেলেছেন ৮৫টি। চার মেরেছেন ৫টি আর ৬ মেরেছেন একটি।

মিঠুন মুশফিক অর্ধশতকের পাশাপাশি দলের রানেরও গতি বাড়ান। এই জুটি ইতোমধ্যে শতাধিক রানের জুটি গড়েছেন।

এই জুটি যখন বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন তখন ফের আঘাত হানেন লাথিস মালিঙ্গা। সেট ব্যাটসম্যান মিঠুনকে ফেরান ব্যাক্তিগত ৬৩ রানে। মিঠুন যখন পেরেরার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তখন দলের স্কোর ১৩৬।

এরপর মাঠে নামেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। কিন্তু তিনিও আজ ব্যর্থতার মিছিলে যোগ দেন। চার বল খেলে এক রান করে ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।

মাহমুদুল্লার পর মাঠে নামে অলরাউন্ডার সৈকত। তিনিও খোলস ছেড়ে বেরোতে পারেননি। তাঁর ক্ষেত্রে যমদূত হয়ে দেখা দেন সেই মালিঙ্গা। ৫ বলে এক রান করে যখন সৈকত প্যাভিলিয়নে ফেরেন তখন বাংলাদেশের স্কোর ১৪২ রান।

অর্থ্যাৎ ১৩৬ রান থেকে ১৪২ এই ছয় রানের ব্যবধানে উইকেট পড়ে তিনটি।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৪৫ রান। ৩০ ওভারের খেলা চলছিল। রান রেট ৫ এর কাছাকাছি।

এর আগে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন সাকিব ও লিটন। আর তামিম ২ রান করে ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন।

মালিঙ্গা ইউকেট পেয়েছেন ৪ টি।

সূত্র : ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি