ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

লঙ্কানদের চেপে ধরেছে টাইগাররা; ৩৮ রানেই নেই ৪ উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:১২, ১৫ সেপ্টেম্বর ২০১৮

চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলংকাকে শুরুতেই চাপে রেখেছে বাংলাদেশ। ৩৮ রানেই লংকানদের ৪ উইকেট তুলে নেয় টাইগাররা। মাশরাফি নেন ২টি উইকেট, মোস্তাফিজ নেন ১টি আর মিরাজ নেন ১টি উইকেট। 

এবারের আসরের নিরপেক্ষ ভেন্যুতে শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। মুশফিকুর রহিমের শতক আর মোহাম্মদ মিঠুনের অর্ধশতকের ওপর ভর করে ২৬১ রানের ফাইটিং স্কোর পায় টাইগাররা।

২৬২ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা লংকানদের শুরুটা ছিলো বেশ মারকুটে। এক চার ও এক ছয়ে মাশরাফির প্রথম ওভারেই ১৩ রান নেয় লংকান ওপেনার উপুল থারাঙ্গা।

তবে দ্বিতীয় ওভারেই শ্রীলংকান শিবিরে প্রথম আঘাতটি হানেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। ওভারের শেষ বলে গোল্ডেন ডাকে অজন্তা মেন্ডিসকে সাজঘরে ফেরান এই পেসার। তৃতীয় ওভারের শেষ বলে লংকান শিবিরে দ্বিতীয় আঘাতটি হানেন অধিনায়ক মাশরাফি। ভয়ংকর হয়ে ওঠার আগেই থারাংগাকে থামিয়ে দেন নড়াইল এক্সপ্রেস।

পঞ্চম ওভারের তৃতীয় বলে লংকানদের তৃতীয় উইকেটও তুলে নেন মাশরাফি। ধনঞ্জয় ডি সিলভাকে শূণ্য রানেই সাজঘরে ফিরে যেতে বাধ্য করেন ম্যাশ।

বর্তমানে ৮ ওভার শেষে ৩৬ রানে ব্যাট করছে শ্রীলংকা।

//এস এইচ এস//

  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি