ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

৬৭ রানেই শেষ লঙ্কানদের ৭ উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলঙ্কাকে ভালোই চেপে ধরেছে টাইগাররা। ২৬২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো করলেও তৃতীয় ওভার থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬৭ রানে ৭ উইকেট।

টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার পর লঙ্কান শিবিরে একের পর এক আঘাত হানছেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। মাশরাফি ৬ ওভারে ২৫ রান খরচে নিয়েছেন ২ উইকেট। মেহেদী ৬ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া রুবেল ও মুস্তাফিজ একটি করে উইকেট তুলে নিয়েছেন।

এর আগে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পেয়েছে টিম বাংলাদেশ। একদিকে লাসিথ মালিঙ্গা যেমন টাইগারদের ধসিয়ে দিয়েছেন, অন্যদিকে লঙ্কান বোলারদের উপরও ছুরি চালিয়েছেন টাইগারদের সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিম। আর তার লড়াকু ইনিংসের উপর ভর করেই টাইগারদের সংগ্রহ দাঁড়িয়ে ২৬১ রান।

এদিকে শেষ মুহূর্তে লঙ্কান ফিল্ডারদের বল কুঁড়ানোয় ব্যস্ত রাখেন মুশফিকুর রহিম। তবে এ কৃতীত্বের বড় অংশীদার যে টাইগার ওপেনার তামিম ইকবাল। ২২৯ রানে ৯ উইকেট নিয়ে যখন মুশফিক প্যাভিলিয়নের দিকে ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সবাইকে অবাক করে দিয়ে ফের মাঠে নামেন আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়া তামিম ইকবাল।

তিন ওভার বাকি থাকতে কেবল সঙ্গী অভাবে কেন প্যাভিলিয়নে ফেরত আসবে মুশফিক, তা মানতে পারেননি তামিম। ডান হাতে ব্যাট নিয়ে নেমে পড়েন মাঠে। এক হাতে ব্যাট ধরে ঠেকিয়েছেনও একটি বল। এরপরই স্ট্রাইকে আসেন মুশফিক। ৪৮তম ও ৪৯ তম ওভারে লঙ্কান বোলারদের উপর ছুরি চালান মুশফিক। এর মধ্যে আরও একটি বল ডান হাতে ঠেকান তামিম।

এমজে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি