ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

এক হাতেই ব্যাটিং করে দেখালেন তামিম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮

দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেই চরম নাটকীয়তা। লাসিথ মালিঙ্গার দুরন্ত বোলিং, মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরির পাশাপাশি আলোচনায় উঠে আসছে ওপেনার তামিম ইকবালের নামও।

শনিবার তামিম এমন মানসিকতার নিদর্শন রাখলেন, যা খুব একটা দেখা যায় না। ম্যাচের শুরুতেই শ্রীলঙ্কা পেসার সুরঙ্গ লাকমলের বলে হাতে আঘাত পান তামিম। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্ক্যান করতে। যেখানে জানা যায়, তার বাঁ হাতের কব্জি ভেঙেছে। তার পক্ষে আর এশিয়া কাপে খেলা হবে না।

কিন্তু তা সত্ত্বেও শেষ হয়ে যায়নি তামিমের লড়াই। বাংলাদেশের নবম উইকেট যখন পড়ে, তখন রান ছিল ৪৭ ওভারে রান ২২৯। সবাইকে অবাক করে ব্যাট করতে নামেন তামিম। এবং মুশফিকুরের (১৫০ বলে ১৪৪) সঙ্গে শেষ উইকেটে যোগ করেন ৩২ রান। এক হাতে ব্যাট করে সবাইকে চমকে দেন তামিম। ওই অবস্থায় দু’রানে অপরাজিত থেকে যান বাংলাদেশের এই ওপেনার। এ দিন মুশফিকুর বলেন, ‘আমি ভাবতেই পারিনি তামিম ওই অবস্থায় ব্যাট করতে নামবে।’

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি