ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

টসে জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠালো হংকং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৫০, ১৬ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে আইসিসির সহযোগী সদস্য হংকং। এশিয়ার এ দেশটির প্রথম বাধা বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।

এ-গ্রুপে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের সঙ্গে লড়তে হবে তাদের। খুব বেশি দূরে না তাকিয়ে হংকংয়ের প্রত্যাশা শুধু একটি অঘটনের জন্ম দেয়া। সেই লক্ষ্যে আজ দুবাইয়ে এ-গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

শুধু এই ম্যাচ নয়, এবারের আসরেই ফেভারিট ভাবা হচ্ছে পাকিস্তানকে। প্রায় এক দশক ধরে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের হোম ম্যাচ খেলছে পাকিস্তান। ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধার পাশাপাশি সাম্প্রতিক ফর্মও তাদের অনুকূলে। তাই হংকংকে আজকে কঠিন পরীক্ষা-ই দিতে হবে।

এমজে/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি