ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

তামিমকে আজীবন মনে রাখবে ক্রিকেট ভক্তরা: মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ১৬ সেপ্টেম্বর ২০১৮

আঙুলে চোট নিয়ে সাহসী ব্যাটিংয় করায় তামিম ইকবালের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘সিদ্ধান্তটা তামিমের বিষয়টা তামিমের ওপর ছেড়ে দেয়া হয়েছিল। তামিম যা করেছেন, বাংলাদেশের দর্শকদের আজীবন মনে রাখতে হবে।’

তামিম ইকবালের বীরত্ব নিয়ে উচ্ছ্বসিত মাশরাফি বলেন, ‘তামিম সেই সময় ব্যাট করতে নামায় মুশফিকও আত্মবিশ্বাস পেয়েছে, ওই ৩০-৩২ রান করার জন্য। আমি আসলে তামিমকে বলার জন্য কোন ভাষা খুঁজে পাচ্ছি না। সেই সময়ে ব্যাট করতে যাওয়ার জন্য তামিমকে ধন্যবাদ। ’

প্রসঙ্গত, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। প্রথম ওভারে ১ রানে নেই লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট। ঠিক পরের ওভারে সুরঙ্গা লাকমলের বলে বাঁ-হাতের কব্জিতে চির ধরে দেশসেরা ওপেনার তামিম ইকবালের।যে কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে চলে যেতে হয় তামিমকে।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি