মুশফিক খেয়েছেন ২৫টি ব্যথানাশক ট্যাবলেট
প্রকাশিত : ১৬:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৮
মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান। যেকোনো পরিস্থিতিতে ভালো খেলার তার অভিজ্ঞতা আছে। দলকে জিতিয়ে আনার মতো ক্ষমতার রাখেন। এবার এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলনের এক ক্যারিয়ার সেরা ইনিংস। কিন্তু এ ম্যাচ খেলার আগেও তার শারীরিক অবস্থা ছিল খুবই খারাপা। পাজরে ব্যথা নিয়ে খেলেছেন।
মুশফিকুর রহিমের বাঁ পাঁজরের ৯ নম্বর হাড়টা ভেঙে গেছে। এমন একটা জায়গা, যেখানে ইনজেকশনও দেওয়া যায় না। টেপ লাগিয়ে, ট্যাবলেট খেয়ে খেলতে হয়। উইকেটকিপিং অনুশীলন করতে গিয়ে চোট পান ১২ সেপ্টেম্বর। কিন্তু চোটটা এমন এক জায়গায় যে সেখানে ইনজেকশন দেওয়া যায় না। আবার যায় না ব্যান্ডেজ করাও। মুশফিকুর রহিম তাই নিজেকে খেলার মতো ফিট রাখছেন ব্যথানাশক ট্যাবলেট খেয়ে।
মুশফিক জানালেন, গত চার দিনে ২৫টির মতো ব্যথানাশক ট্যাবলেট খেয়েছি। এভাবেই খেলছি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলা ব্যাটসম্যান।
তবে, মুশফিক জানালেন, তামিম ইকবালের সাহস দেখে নিজের ব্যথা ভুলে গেয়েছিলেন। তামিম ইকবাল সম্পর্কে মুশফিক বলেন, ওর (তামিম ইকবাল) কিন্তু এক জায়গায় ভাঙেনি। দুই-তিন জায়গায় ভেঙেছে। ওই অবস্থায় খেলতে নামাটা অনেক সাহসী সিদ্ধান্ত এবং তামিম নিজেই সিদ্ধান্তটা নিয়েছে। দেশের প্রতি, খেলার প্রতি তার যে প্রতিজ্ঞা আর নিবেদন, এটা তা-ই প্রমাণ করে। ওকে দেখে সে জন্যই অন্য রকম একটা তাড়না কাজ করেছে আমার মধ্যে।
এসএইচ/