এশিয়া কাপে কোহলির অনুপস্থিতি কোনো ফ্যাক্টর নয়: সৌরভ
প্রকাশিত : ১৩:০৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮
এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতি বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন কোহলির অনুপস্থিতি এশিয়া কাপে কোনও ফ্যাক্টর হবে না।
এশিয়া কাপের মত টুর্নামেন্টে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে।
সম্প্রচারকারী সংস্থা কোহলিকে বিশ্রাম দেওয়ায় ক্ষুব্ধ হলেও বিসিসিআই সাফ জানিয়েছে, কাদের নিয়ে দল গড়া হবে সেটা একেবারে তাদের সিদ্ধান্ত।
আসলে কোহলির অনুপস্থিতির জন্য এশিয়া কাপে লাভের বদলে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন সম্প্রচারকারী সংস্থা৷ আর তাই ভারতের মাঠে নামার আগেই বাকযুদ্ধ শুরু হয়ে গেছে।
এশিয়া কাপে কোহলি না থাকায় অসুবিধায় পড়তে পারে বলে মনে করছেন সুনীল গাভাস্কার থেকে সঞ্জয় মঞ্জরেকররা।
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান অনেক বেশি ক্রিকেট খেলে। ফলে পিচ-পরিবেশ অনেক বেশি পাকিস্তানের চেনা হওয়ায়, রোহিত শর্মার থেকে সরফরাজ আহমেদের দলকেই চলতি এশিয়া কাপে এগিয়ে রাখছেন মঞ্জেরকর।একই কারণে পাকিস্তানকে এগিয়ে রাখছেন সুনীল গাভাস্কারও।
তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অন্যরকম মনে করছেন। তার মতে, ‘পাকিস্তানের থেকে এখন ওয়ানডে-তে ভারত বেশি ভাল দল। ভারতীয় দলে ভারসাম্য বেশি রয়েছে। তাই কোহলির না থাকাটা এশিয়া কাপে কোনও ফ্যাক্টর হবে না।`
এদিকে বুধবারের ভারত-পাকিস্তান মহারণ নিয়েও মুখ খোলেন সৌরভ। তিনি বলেন, ভারত-পাকিস্তান ফিফটি-ফিফটি লড়াই হবে৷ ভারত-পাক ম্যাচ সব সময় স্নায়ুর লড়াই। ক্রিকেট জীবনে পাকিস্তানের বিরুদ্ধে সব সময়ই ভাল খেলতাম।রোহিতরা সাহসী ক্রিকেট খেললে পাকিস্তানকে হারাতে অসুবিধা হবে না।
চলতি এশিয়া কাপে রোহিতের ভারতকেই ফেভারিট ধরছেন সৌরভ ।
সূত্র: জি নিউজ
এমএইচ/