দলের প্রয়োজনে ম্যাচ ওপেন করতেও রাজি: মিঠুন
প্রকাশিত : ১৩:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৮
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকা বধ করে অনেকটাই চাঙা টাইগার শিবির। প্রথম ম্যাচে মাশরাফিদের পারফরমেন্স ছিল আশা জাগানিয়া। ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছুর অপেক্ষায় তাঁরা।
তবে টাইগার শিবির দু:সংবাদ। তামিমের সিরিজ খেলার স্বপ্ন শেষ। বা হাতে চোট পেয়ে আজই দেশে ফিরছেন এই পরীক্ষিত ওপেনার। এটি বেশ ভাবনায় ফেলেছেন নান্নুদের।
বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে সমস্যা বহুদিনের। বহু পরীক্ষা নিরীক্ষার পর তামিম টিকে গেছেন। তবে তার সঙ্গী বাছাই করতে এখনও পরীক্ষা নিরীক্ষা চালাতে হয়েছে। কখনো সৌম্য, কখনো ইমরুল, কখনো লিটন, কখনো এনামুল।
প্রথম ম্যাচে তামিমের সঙ্গী ছিলেন লিটন। আগামী ম্যাচে কি হবে? লিটনের সঙ্গী কে হবে এই ভাবনা ভর করেছে টাইগার শিবিরে।
তবে ওপেনিংয়ে খেলার আগ্রহ ব্যক্ত করেছেন প্রথম ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান (৬৩) মোহাম্মদ মিঠুন। তরুণ এ ব্যাটসম্যান জানিয়েছেন দলের প্রয়োজনে ম্যাচ ওপেন করতেও তার আপত্তি নেই।
সোমবার দুবাইয়ে সংবাদমাধ্যমকে এভাবেই বললেন মিঠুন বলেন, ‘দলের প্রয়োজনে আমি যেকোনো পজিশনে খেলতে রাজি। তামিমের পরিবর্তে ওপেনিংয়ে খেলতেও আপত্তি নেই আমার।’
/ এআর /