শূন্য রানে আউট ধোনি
প্রকাশিত : ২১:০৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮
ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনিকে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠালেন স্পিনার এহসান খান। এর আগে সেঞ্চুরির করার বিদায় নেন মারকুটে ব্যাটসম্যান শিখর ধাওয়ান।
ধোনি ছাড়া সব ব্যাটসম্যানই মোটামুটি দুই অঙ্কের গড়েন রান তুলেছেন। এদিন মাত্র ৩ বল খেলেছেন ধোনি। প্রথম দুই বল মোকাবেলার পর তৃতীয় বলটিও ঠেকাতে চেয়েছিলেন, কিন্তু তা ব্যাটের কোনায় লেগে স্কট ম্যাকচিনের হাতে চলে যায়। ম্যাকচিনও বলটি ধরতে ভুল করেননি।
দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন ধোনি। শেষ ১৪ ম্যাচে তুলেছেন মাত্র ১টি হাফসেঞ্চুরি। ক্যারিয়ারে একেবারে বাজে সময় পার করছেন ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ জয়ী এ ক্রিকেটার।
এমজে/