ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নিজাকতের হাফ সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে হংকং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৮

শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ লড়াই চালিয়ে যাচ্ছেন নবাগত হংকংয়ের দুই ওপেনার নিজাকত খান ও আনশুমান রাথ। এ জুটির নিরবিচ্ছিন্ন ৭৭ রানের উপর ভর করে জয়ের স্বপ্ন দেখছে তারা।

এরইমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন নিজাকত খান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৮ বলে ৫২ রান তুলেছেন ডানহাতি এ ব্যাটসম্যান। অন্যদিকে ২৯ বলে ১৯ রানে ক্রিজে আছেন অধিনায়ক আনশুমান শাহা।

এদিকে ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান তুলেছে এ দুই ব্যাটসম্যান। বারবার বোলিং পরিবর্তন করেও কোনো উইকেট তুলে নিতে পারছে না ভুবনেশ্বর কুমাররা।

এর আগে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ানের সেঞ্চুরি আর আম্বাতি রাইডু সুবাদে ২৮৫ রানের ইনিংস দাঁড় করায় টিম ইন্ডিয়া। ধাওয়ান ১২০ বলে ১২৭ রান তুলেন। অন্যদিকে রাইডু করেন ৬০ রান। এদিকে হংকংয়ের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট তুলে নেন কিঞ্চিত শাহ।

এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি