পাক-ভারত লড়াই আজ
প্রকাশিত : ০৮:২০, ১৯ সেপ্টেম্বর ২০১৮
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তেজনা। ক্রিকেট বিশ্বের সবচেয়ে আর্কষণীয় লড়াই এটি। তবে সেই লড়াই ইদানিং খবু কমই দেখছে দর্শক। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুই দলের সাক্ষাতের পর এক বছর পেরিয়ে গেছে। এশিয়া কাপের কল্যাণে আজ বুধবার আবার ক্রিকেট বিশ্ব উপভোগ করতে পারবে পাক-ভারত লড়াই।
আমিরাতের মরুর বুকে আজ মুখোমুখি হচ্ছে উপমহাদেশের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান শিবির বেশ নির্ভারই আছে। ভারতীয় দলে বিরাট কোহলির অনুপস্থিতিও স্বস্তি যোগাচ্ছে তাদের। সর্বশেষ লড়াইয়ে ভারতকে হারানোর সুখস্মৃতি তো আছেই। আর আরব আমিরাতের কন্ডিশনে বেশি অভ্যস্তও পাকিস্তান।
তবে ম্যাচটি নিয়ে দারুণ চাপে আছে ভারত। ইংল্যান্ডে বিধ্বস্ত হয়ে ফিরেছে দলটি। কোহলির না থাকা চাপ বাড়াচ্ছে ভারতীয় শিবিরে। পাকিস্তানের বোলিং লাইন বড় দুর্ভাবনার কারণ রোহিত শর্মার দলের জন্য।
পরিসংখ্যান পাকিস্তানের পক্ষেই কথা বলছে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুই দেশের ক্রিকেট লড়াইয়ে বড় ব্যবধানে এগিয়ে পাকিস্তান। ২৬ ম্যাচে ১৯ বার ভারতকে হারিয়েছে পাকিস্তান। ভারত জিতেছে সাতবার। তবে এশিয়া কাপের লড়াইয়ে দুদলের অবস্থান সমান। ১১ ম্যাচে পাঁচটি করে জয় আছে দুই দেশের। সামগ্রিক আন্তর্জাতিক ওয়ানডেতে এখনও পাকিস্তান এগিয়ে। ১২৯ ম্যাচে ৭৩ বার জিতেছে তারা। পক্ষান্তরে ভারতের জয় ৫২টি।
এসএ/