ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:০৪, ১৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একটা অন্য উন্মাদনা। ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচ জিতে নিয়েছে দুই দেশ। আজ বুধবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। হংকংকে হারাতে বেগ পাওয়া রোহিতরা দলে গোটা দু’য়েক পরিবর্তন করতে পারে। দেখে নেওয়া যাক রোহিতদের সম্ভাব্য প্রথম একাদশ।

রোহিত শর্মা

অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভাল খেলতে পারেননি হংকংয়ের বিরুদ্ধে। তবে রোহিতের অভিজ্ঞতা কাজে আসতে পারে আজ।

শিখর ধওয়ন

সাদা বলে ব্যর্থতা কাটিয়ে লাল বলে চেনা পরিবেশে ফের গর্জে উঠছে শিখরের ব্যাট। হংকংয়ের বিরুদ্ধে ধওয়নের ১২৭ ম্যাচ জেতাতে সাহায্য করেছে।

অম্বতি রায়ুডু

হংকংয়ের বিরুদ্ধে ৬০ রান করেছেন। ভালই ব্যাট করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে আজও সম্ভবত তিনি দলে থাকছেন।

লোকেশ রাহুল

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্দান্ত শতরান করেছেন। আজ দীনেশ কার্তিকের বদলে বিশ্রামে থাকা রাহুলের খেলার সম্ভাবনা বেশি।

মহেন্দ্র সিংহ ধোনি

হংকংয়ের বিরুদ্ধে শূন্য রানে প্যভিলিয়নে ফিরে গেছেন, তবুও পাঁচ নম্বরের জন্য ধোনিই সেরা পছন্দ। পাকিস্তানের বিরুদ্ধে ধোনির খেলার অভিজ্ঞতা এশিয়া কাপে ভারতকে ভরসা দেবে।

কেদার যাদব

মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে মোটামুটি সফল। স্পিনের হাতটাও খারাপ নয়। তাই পাকিস্তানের বিরুদ্ধে কেদার থাকবেন বলেই মনে করা হচ্ছে।

ভুবনেশ্বর কুমার

ভারতীয় পেসের বড় ভরসা। তাই ভুবি সম্ভবত টিমে থাকবেন।

যশপ্রীত বুমরা

শার্দুল ঠাকুরের বদলে পাকিস্তানের বিরুদ্ধে এই পেসারের খেলার সম্ভাবনাই বেশি। ইংল্যান্ড সফরে ভারতের অন্যতম সফল বোলার বুমরা। আইসিসি ওয়ান ডে-র বোলিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন।

কুলদীপ যাদব

সীমিত ওভারের ম্যাচে টিম ইন্ডিয়ার তুরুপের তাস এই চায়না ম্যান। হংকংয়ের বিরুদ্ধে পেয়েছেন ২টি উইকেট।

যুজবেন্দ্র চহাল

স্পিন আক্রমণের জোড়া ফলার অপর জন। কুলদীপের সঙ্গে চহালের জুটি ক্লিক করলে পাক ব্যাটসম্যানদের রান তোলার কাজটা সহজ হবে না। হংকংয়ের বিরুদ্ধে পেয়েছেন ৩টি উইকেট।

খলিল আহমেদ

অভিষেক ম্যাচেই তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট। তাকে বাদ দেওয়ার সম্ভাবনাও প্রায় নেই।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি