ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৮

টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের দলপতি সরফরাজ আহমেদ। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্থানীয় বিকাল ৩টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিট) ব্যাটিংয়ে নামবে ইমামুল হক-ফখর জামানরা। এদিকে ব্যাটিংয়ে নেমে ভারতীয়দের রানের চাপে ফেলতে চায় টিম পাকিস্তান, এমন ঘোষণা আগেই সংবাদ মাধ্যমে দিয়েছেন সরফরাজ।

এদিকে দুর্বল হংকংয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে এশিয়া কাপে টিকে রয়েছে রোহিত এন্ড কোং। পাকিস্তানের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছে না ভারত। অধিনায়ক রোহিত শর্মা তো বলেই দিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে ভয়-ডরহীন ক্রিকেট উপহার দেবে তার দেশ। হংকংয়ের বিরুদ্ধে ভারতের কষ্টার্জিত জয়ের পারফরম্যান্সকে একেবারে বাজেভাবেই দেখছেন অধিনায়ক রোহিত শর্মা। তাই পাকিস্তানের বিপক্ষে দলেও এনেছেন পরিবর্তন। দলের নতুন মুখ শার্দুল ও খলিলকে সরিয়ে দিয়ে দলে ফেরানো হয়েছে বুমরাহ ও পান্ডেকে।

অন্যদিকে হংকংয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে মনোবল চাঙ্গা রয়েছে সরফরাজ বাহিনীর। পাকিস্তানের দুশ্চিন্তার প্রধানতম কারণ তাদের ব্যাটিং লাইন আপ। তবে জিম্বাবুয়ে সিরিজ ও গত ম্যাচের পারফরম্যান্স ব্যাটিংয়ে দুশ্চিন্তা থেকে দলটিকে কিছুটা মুক্তি দিয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের বিপক্ষেও হেসে উঠবে ফখর জামান-ইমামুলদের ব্যাট, এমনটাই আশা করছেন অধিনকায় সরফরাজ আহমেদ।

এদিকে হংকংয়ের ওপেনিং জুটি ভাঙ্গতেই যেখানে ভারতীয় বোলারদের ঘাম জড়াতে হয়েছে, সেখানে হেসে-খেলে হংকংয়ের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়েছেন হাসান আলী- উসমান খানরা। তাই পাকিস্তানের বিপক্ষে ভারতের বোলিং লাইন আপকে আরও শক্তিশালী করতে হবেই, অন্যথায় বড় খেসারত-ই দিতে হতে পারে শচীন টেন্ডুলকারের উত্তরসূরিদের।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি