টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা
প্রকাশিত : ১৭:১৬, ২০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৩৩, ২০ সেপ্টেম্বর ২০১৮
আফগানিস্তানের বিপক্ষে প্রথমে বোলিং করবে টাইগাইরা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে বোলিং করার আমন্ত্রণ জানায় প্রতিপক্ষ আফগান অধিনায়ক।
তিনটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে দলে নেই তামিম। বিশ্রাম দেয়া হয়েছে মুশফিক ও মুস্তাফিজকে। এদের পরিবর্তে দলে নেয়া হয়েছে আবু হায়দার রনি ও নাজমুল হোসেন শান্ত। এরা দুজনেই নিজেদের অভিষেক ম্যাচ খেলতে যাচ্ছেনা। এছাড়া মুমিনুলও নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন।
সূচির পরিবর্তনের কারণে আনুষ্ঠানিকতায় রূপ নেয়া ম্যাচে আফগানদের বিরুদ্ধে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।
আজ আফগানিস্তান ম্যাচের পর আগামীকালই সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে হবে মাশরাফি বাহিনীকে। তাই আজকের ম্যাচে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিতে যাচ্ছে বাংলাদেশ। একাদশে থাকবে কয়েকটি পরিবর্তন।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, আবু হায়দার রনি।