টপ অর্ডারদের ব্যর্থতায় চাপে বাংলাদেশ
প্রকাশিত : ১৯:০২, ২১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:০৩, ২১ সেপ্টেম্বর ২০১৮
শিয়া কাপের সুপার ফোরে টপঅর্ডারদের ব্যর্থতায় ভারতের বিপক্ষে মারাত্মক চাপে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ৬৫। আফগানিস্তানের মতো ভারতের বিপক্ষেও ব্যর্থ দেশের টপঅর্ডারের ব্যাটসম্যানেরা।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সুপার ফোরের মধ্য দিয়ে এশিয়া কাপের চলতি আসরে প্রথম সাক্ষাত হচ্ছে দুই দলের।
ব্যাটিংয়ে নেমেই ভারতীয় বোলদের তোপের মুখে পড়ে লিটন চক্রবর্ত্তী ও শান্ত। ১৬ বলে ৭ রান করে ফেরত যান লিনট। এরপর নাজমুল হোসেন শান্তও ফেরেন একই রান ফিগারের রান করে। শান্তকে মাত্র ৭ রানে ফেরান শীর্ষ বোলার বুমরাহ।
এরপর কিছুটা চাপ সামলানোর চেষ্টা করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় বোলারদের তুলোধুনো করতে থাকা সাকিব আল হাসানকে ফেরান স্পিনার রবিন্দ্র চন্দ্র জাদেজা। সাকিব ১২ বলে ১৭ রান তোলেন। এদিকে মোহাম্মদ মিথুনকেও ফেরান জাদেজা। মাত্র ৯ রান তুলতেই এলবিডব্লিউর শিকার হন মাহমুদুল্লাহা।
ক্রিকেটে বাংলাদেশের ক্রমাগত উত্থানের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় লড়াই হয়ে উঠেছে এশিয়ার সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচ। এই ম্যাচের আগে ওয়ানডেতে সবমিলিয়ে দু’দল ৩৩ ম্যাচে মুখোমুখি হয়। ভারতের ২৭ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র পাঁচটি। কিন্তু এই পাঁচ জয়ের দুটিই এসেছে শেষ চার ম্যাচে।
এদিকে এশিয়া কাপের প্রথম দু ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে রোহিত এন্ড কোং। অন্যদিকে প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে লজ্জার হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে মাশরাফি এন্ড কোং।
এমজে/