ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানকে হারাতে ভারতের সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রথম ম্যাচে সরফরাজদের সহজেই উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। বোলিং-ব্যাটিং দুই ক্ষেত্রেই পাকিস্তানকে টেক্কা দিয়েছে রোহিতরা। এবার সুপার ফোরে মুখোমুখি দুই দল। দেখে নেওয়া যাক এই হাইভোল্টেজ ম্যাচে কেমন হতে পারে রোহিতদের প্রথম একাদশ।

রোহিত শর্মা

অধিনায়ক রোহিত শর্মা এই মুহূর্তে অসাধারণ ফর্মে রয়েছেন। ব্যাট হাতে বুঝিয়ে দিয়েছেন তিনি দলের বড় ভরসা। দল পরিচালনার ক্ষেত্রেও বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন। আজ পাকিস্তানের বিরুদ্ধে শুধু সফল হওয়াই নয়, অধিনায়ক হিসেবেও নিজেকে মেলে ধরতে হবে।

শিখর ধওয়ন

ফর্মে থাকার পরিচয় দিয়েছেন শিখরও। রোহিত শর্মার সঙ্গে দারুন শুরু করছেন প্রতি ম্যাচেই। আজ শিখরের সাফল্য ভারতের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নেবে।

অম্বাতি রায়ুডু

হংকং ম্যাচ বাদে এখনও পর্যন্ত সেভাবে ব্যাট করার সুযোগ পাননি। তবে যে টুকু পেয়েছেন অসাধারণ কিছু করতেও পারেননি। পরিস্থিতি জটিল হলে আজ সফল হতেই হবে। দলে থাকার সম্ভাবনাই যথেষ্টই।

দীনেশ কার্তিক

ধোনি দলে থাকায় উইকেটের পিছনে দাঁড়ানোর সম্ভাবনা প্রায় নেই। শুধু ব্যাটসম্যান হিসেবেই দলে থাকবেন। সীমিত ওভারের ম্যাচে কার্তিক ভালই ব্যাট করেন। আজ কঠিন পরিস্থিতি তৈরি হলে কার্তিককে বড় দায়িত্ব নিতে হবে।

মহেন্দ্র সিংহ ধোনি

বাংলাদেশের বিরুদ্ধে শাকিব আল হাসনকে আউট করার ক্ষেত্রে ধোনির ভূমিকা বুঝিয়ে দিয়েছে তিনি কতটা অপরিহার্য। শুধু ব্যাটসম্যান বা উইকেটরক্ষকই নন, ধোনির পরামর্শও আজকের ম্যাচে বড় ফ্যাক্টর হতে চলেছে।

কোদার যাদব

ক্রমশই যেন নিজেকে মেলে ধরছেন। কেদারের স্পিন বিপক্ষের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে এশিয়া কাপে। কেদারকে সামলানো আজ পাক ব্যাটসম্যানদের কাছে বড় চ্যালেঞ্জ।

রবীন্দ্র জাদেজা

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফিরে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। অলরাউন্ডার জাদেজার ভূমিকা আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বলের পাশাপাশি ব্যাট হাতেও সফল হতে হবে জাদেজাকে।

যুজবেন্দ্র চহাল

ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র। পাক ব্যাটসম্যানদের আটকে রাখতে চহালের উপর তাকিয়ে থাকবেন রোহিত-ধোনিরা।

কুলদীপ যাদব

কুল-চা জুটির দ্বিতীয় জন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাজিক দেখিয়েছিলেন। টিম ইন্ডিয়াকে সফল হতে হলে আজ কুলদীপের উইকেট পাওয়া অবশ্যই দরকার।

ভুবনেশ্বর কুমার

সিম আক্রমণের মূল স্তম্ভ। শুরুতেই ধাক্কা দিচ্ছেন বিপক্ষের উপর। রবিবাসরীয় ম্যাচেও সেই ধারা বজায় রাখতে হবে। তা হলেই কেল্লাফতে।

জশপ্রীত বুমরা

ওয়ানডেতে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার। এশিয়া কাপেও দারুণ ছন্দে রয়েছেন। পাকিস্তানের শুরুটা লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য ভুবনেশ্বরের সঙ্গে বুমরাকেও ম্যাজিক দেখাতে হবে।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি