ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

আবারও ব্যর্থ টপ অর্ডার, ১৫ রানেই শেষ ২ উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৫২, ২৩ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানেরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার এই বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছে না লিটন, শান্ত, সাকিবরা। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৫ রান যোগ করতেই ফিরে গেলেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুন।

গত ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে যাত্রা শুরু হয় ওপেনিং ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। প্রথম ম্যাচে ফ্লপ হওয়ার ভার ভারতের বিপক্ষেও নিজেকে চেনাতে ব্যর্থ হন এই ক্রিকেটার। দলে যখন শান্ত ও লিটনকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে, তখন দেশ থেকে উড়িয়ে নেওয়া হলো সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে।

তবে টপ অর্ডারদের এমন ব্যর্থতা সত্ত্বেও আজও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামানো হয় শান্ত ও লিটনকে। তবে শান্ত ফিরে গেলেও লিটন এখনো ক্রিজে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ২২ রান। হাতে উইকেট রয়েছে ৮টি। বর্তমানে ক্রিজে রয়েছেন লিটন ও মুশফিকুর রহিম।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি