ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নতুন উচ্চতায় মুশফিক

প্রকাশিত : ১৮:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে গুলবেদিন নায়েবকে চার মেরে নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশিফিকুর রহিম।

ওই চারের ফলে ওয়ানডেতে তার মোট রানের সংখ্যা দাঁড়ায় ৫০০২ রান। তিনি তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজারী ক্লাবে নিজের স্থান করে নেন।

আর আগে টাইগার ওপেনার তামিম ইকবাল এবং অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচ হাজারী ক্লাবের সদস্য হন।

এই রান করতে মিস্টার ডিপেন্ডেবল ১৯০টি ম্যাচ খেলেন। ১৭৬ টি ইনিংস খেলে তিনি করেন ৬টি শতক এবং ২৯টি অর্ধশতক।

আবু ধাবীতে আজকের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। ফাইনালের রেসে টিকে থাকার জন্য দুই দলেরই আজকের ম্যাচে জয় প্রয়োজন।

আফগানিস্তান সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে তিন বল বাকি থাকতে হেরেছে। অন্যদিকে বাংলাদেশ জয়ের ধারেকাছেও যেতে পারেনি সুপার ফোরে ভারতের বিপক্ষের ম্যাচে। ৭ উইকেটে হেরেছে টাইগাররা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি