ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

মাহমুদুল্লাহ-কায়েসের শত রানের জুটিতে বড় সংগ্রহের পথে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০১৮

মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েসে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। মাহমুদুল্লা-ইমরুল কায়েসের ষষ্ঠ উইকেট জুটিতে শত রান করেছে। এশিয়া কাপের প্রতিটি ম্যাচের মতো আজকের ম্যাচেও সুপার ফ্লপ বাংলাদেশের টপ অর্ডার। নাজমুল হোসেন শান্ত ৬ রান করে ফিরলেও, মোহাম্মদ মিঠুন ফিরেন মাত্র এক রানে। এরপরই সাকিব ফিরেন রানের খাতায় কোনো রান যোগ না করেই। মুশফিকুর রহিমান ৫২ বলে ৩৩ রান করে রান আউট হয়ে যান।

তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৪.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছে। ফলে বাংলাদেশ বড় সংগ্রহের পথে রয়েছে।

এদিকে মাহমুদুল্লাহ ৭২ বলে ৬৫ রান আর ইমরুল কায়েস ৭৫ বলে ৪৮ রান করে রয়েছেন। আফগানিস্তানের পক্ষে আফতাব আলম, রশিদ খান ও মুজিবুর রহমান প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয় বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলীয় ১৬ রানেই ব্যক্তিগত ছয় রানি করে বিদায় নেন শান্ত। এর দুই রান পরই বিদায় নেন মোহাম্মদ মিঠুন। এদিন লিটন কিছুটা চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত ৪১ রানে বিদায় প্রথম তিন ম্যাচে ফ্লপ এই ব্যাটসম্যান। সে চাপ আর সামলে উঠতে পারেনি মুশফিক-সাকিবরা।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি