ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়ের জন্য ধন্যবাদ মোস্তাফিজকে: মাহমুদউল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আফগানিস্তানের বিপক্ষে পাওয়া ৩ রানের জয়ে অবদান রাখার জন্য কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ দিয়েছেন।

মাহমুদউল্লাহ রিয়াদ এক টুইটার বার্তায় লিখেছেন, আলহামদুলিল্লাহ! এটি একটি দারুণ জয়। এই জয়ে অবদান রাখার জন্য মোস্তাফিজকে ধনব্যাদ। শেষ ওভারে অসাধারণ বোলিং করেছে এবং আমাদের সমর্থন দেয়ার জন্য সমর্থকদেরও ধন্যবাদ।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম করে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানের নাটকীয় জয়ের মূল নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের চরম বিপর্যয়ের মুহূর্তে বুক চিতিয়ে লড়ে করেছেন ৭৪ রান। আর বল হাতে ৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে শিকার করেছেন মহামূল্যবান এক (মোহাম্মদ শাহজাদ) উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।

জয়ের মূল নায়ক যদি মাহমুদউল্লাহ হন তাহলে নিশ্চয়ই পার্শ্বনায়ক মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে তার জাদুকরি বোলিংয়েই কাঙ্ক্ষিত জয় এসেছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি