শেহজাদের পর নবীর হাফ সেঞ্চুরি
প্রকাশিত : ২১:০১, ২৫ সেপ্টেম্বর ২০১৮
ওপেনার মুহাম্মদ শেহজাদের সেঞ্চুরির পর আফগান অল রাউন্ডার মোহাম্মদ নবীও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। আর তার হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগুচ্ছে টিম আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছেন ৭ উইকেটে ২৪৪ রান। অন্যদিকে নবীর ব্যক্তিগত রান ৬৪। ৫৫ বলে এই রান তুলে নিয়েছেন নবী।
এর আগে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে আফগানিস্তান। মুটিয়ে যাওয়া শেহজাদ দেখিয়ে দিলেন, মেদ জমলেও ব্যাটে কিঞ্চিত মরীচা ধরেনি। আর তাই বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিয়ারে তুলে নিয়েছেন নিজের পঞ্চম সেঞ্চুরি। আর এর সুবাধেই আফগানিস্তানের রানের চাকা সচল রয়েছে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আজগর আফগান। আর আফগানের সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা ব্যাটিংয়ে নামার পরই বুঝিয়ে দিলেন মোহাম্মদ শেহজাদ। তবে আফগানদের সেই রথে লাগাম টেনে ধরছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।
এমজে/