কেমন হবে টাইগারদের বিপক্ষে পাকিস্তানের একাদশ
প্রকাশিত : ১২:৫০, ২৬ সেপ্টেম্বর ২০১৮
এশিয়া কাপ মহারণে ভারতের সঙ্গে দুই ম্যাচে গোঁ হারা হেরেছে পাকিস্তান। সেই দগদগে ক্ষত নিয়ে আজ মাঠে নামছে নামছে বাংলাদেশের বিপক্ষে। আজকের ম্যাচটি তাঁদের জন্য ‘ডু অর ডাই’। শুধু পাকিস্তান কেন, ম্যাচটি অঘোষিত সেমি-ফাইনালে পরিণত হয়েছে দুই দলের জন্যই।
গত ম্যাচে আফগানিস্তানকে হারানো টাইগাররা আজও কামড়ে ধরতে চাইবে পাকিস্তানকে। লড়াইটা জমজমাট-ই হবে এমন আশা ক্রিকেটবোদ্ধাদের।
আজকের ম্যাচে দু’দলই সেরা একাদশ বেছে নেবে এতে কোনো সংশয় নেই। তবে বাংলাদেশের মতো ফর্মহীনতার অম্লমধুর সমস্যায় ভোগছে সরফরাজ বাহিনীও। এই সিরিজে নিজেদের মেলে ধরতে পারছে না ২০১৭ সালের চ্যাম্পিয়নরা।
পাকিস্তান ক্রিকেট দলে আজ পরিবর্তন আসতে পারে। ভারতের বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়া সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি একাদশের পাশাপাশি খেলার কৌশলেও পরিবর্তন আনতে পারে।
শোয়েব মালিক ছাড়া ধারাবাহিক ফর্মে নেই কোনো ব্যাটসম্যান। তাই আজকের ম্যাচেও মালিককেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাবর আজমের ব্যাটও পুরোপুরি হাসছে না। তার দিকেও দৃষ্টি থাকবে নিযুক্ত পাক ক্রিকেট ভক্তের।
ইনজামামের ভাতিজা ইমাম উল হক এক ম্যাচ ভালো খেললেও অন্য ম্যাচগুলোতে ফ্লপ। নামের প্রতি সুবিচার করতে পারছেন না ফখর জামান।
এদিকে বোলারদের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বিধ্বংসী সিমার হাসান আলী নিজেকে মেলে ধরতে পারছেন না এই সিরিজে। আমেরও ছন্দে নেই।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
ইমাম উল হক
ফখর জামান
বাবর আজম
সরফরাজ আহমেদ
শোয়েব মালিক
আসিফ আলী
শাদাব খান
মোহাম্মদ নাওয়াজ
হাসান আলী
মোহাম্মদ আমের
শাহিন শাহ আফ্রিদি
সূত্র : ক্রিকইনফো
/ এআর /