ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে নতুন পরিকল্পনা পাকিস্তানের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে আজ নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে পাকিস্তান বলে জানালেন দলটির ব্যাটসম্যান শোয়েব মালিক। জিতলেই কেবল ফাইনালের টিকিট, অন্যথায় বিদায়। আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সমীকরণ এটিই। আবুধাবিতে লড়াইটা ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষা। অলিখিত ‘সেমিফাইনালে’ এশিয়া কাপে পাকিস্তানের সেরা পারফরমার শোয়েব মালিক নতুন পরিকল্পনার কথাই জানিয়েছেন।

এবারের এশিয়া কাপে অবশ্য একটা জায়গায় দুই দলই সমান জায়গায়। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে, বাজেভাবে হেরেছে দুটিতে। টুর্নামেন্টে পাকিস্তানের অবস্থাটাই বেশি খারাপ মনে করেন মালিক। পাকিস্তান হংকং ছাড়া বড় কোনো দলের বিপক্ষে জেতেনি। বাংলাদেশ প্রথম ম্যাচেই রীতিমতো উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে। পাকিস্তানের ঝুলিতে আছে পরপর দুটি ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা। মালিক অবশ্য আশাবাদী তার দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে, ‘আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা ভারতের বিপক্ষে দুটি ম্যাচ হেরেছি। কিন্তু এতে পৃথিবী শেষ হয়ে যায়নি। খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে। ভুলে গেলে চলবে না, আমাদের দলের অধিকাংশ খেলোয়াড় খুবই তরুণ।

সোয়েব মালিক আরও বলেন, আমরা নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছি। এই পরিকল্পনার মাধ্যমে আমরা বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে পারবো আশা করি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি