শুরুতেই লিটন-সৌম্য-মুমিনুলের বিদায়
প্রকাশিত : ১৮:০৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮
পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে টিম বাংলাদেশ। দেশ থেকে উড়িয়ে নেওয়া সৌম্য সরকারকে শেষ পর্যন্ত দলে নিলেও শূন্য রানে ফেরত গেছেন তিনি। কেবল সৌম্য-ই নয়, মুমিনুলও ব্যর্থ। আর ব্যর্থতার বৃত্ত থেকে তো বেরই হতে পারছেন না টাইগার ওপেনার লিটন দাস।
শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ১২ রান। আর এ রান তুলতেই টাইগাররা খুইয়েছে তিন উইকেট। শুরুতেই পাকিস্তানকে শুভ সূচনা এনে দেন পেসার জুনায়েদ খান। শর্ট বলে হিট মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে বিদায় নেন সৌম্য। এরপরই শাহীন খান আফ্রিদির বলে সরাসরি বোল্ড আউট হয়ে বিদায় নেন মুমিনুল হক। বাংলাদেশ ১২ রানে দুই উইকেট হারিয়ে যখন খাদের কিনারে দাঁড়িয়ে, তখন লিটন দাসদের দায়িত্ব নেওয়ার কথা।
কিন্তু না, লিটন তো বরাবরই ব্যর্থ। দলের প্রয়োজনে তিনিও কোনো হাল ধরতে পারেননি। ব্যক্তিগত ছয় রানে বিদায় নেন লিটন। আর এই ছয় রান তুলতেই লিটন খেলেছেন ১৬ বল। গত ৫ ম্যাচের কেবল গত ম্যাচে ৪১ রান পেয়েছিরেন লিটন। এ ছাড়া কোনো ম্যাচেই নিজেকে তুলে ধরতে পারেনি লিটন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি মাশরাফি মুর্তজা।
এমজে/