শত রান পার করলো টাইগাররা
প্রকাশিত : ১৯:২৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮
মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে ভর করে শত রান পার করলো টিম বাংলাদেশ। এ জুটির অবিচ্ছিন্ন ৯৭ রানের উপর ভর করে পাক বোলারদের ভালোই জবাব দিচ্ছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১১১ রান।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১২ রান যোগ করতেই নেই টপ অর্ডার তিন ব্যাটসম্যান। সৌম্য শূন্য রানে বিদায় নেওয়ার পর মমিনুলও বিদায় নেন মাত্র ছয় রান যোগ করতেই।
এরপরই আরেকটা ব্যর্থতার গল্প লেখান টাইগার ওপেনার লিটন দাস। ব্যক্তিগত মাত্র ছয় রান যোগ করতেই ফিরে যান ‘ব্যর্থ’ এই ব্যাটসম্যান। এদিকে পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান দুই উইকেট তুলে নিয়েছেন।
এমজে/