ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হলো না মুশফিকের...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ২৬ সেপ্টেম্বর ২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন এক অতিমানবীয় ইনিংস। তার সেই ইনিংসের ওপর ভর করেই এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় টাইগার বাহিনীর। তবে সুপার ফোরের তৃতীয় ম্যাচে মাত্র এক রানের আক্ষেপ রয়েই গেল মুশফিকের। সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে শাহীন শাহ আফ্রিদির শিকার হন তিনি।

শেষ পর্যন্ত ১১৬ বলে ৯৯ রানে থামতে হলো মুশফিককে। তবে আউট হওয়ার আগে বাংলাদেশ শিবিরে যে শঙ্কার মেঘ দেখা দিয়েছিল, তা অনেকটাই কাটিয়ে দিয়ে গেছেন মুশফিক। তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। আউট হওয়ার আগে ৮৪ বলে ৬০ রান তোলেন মিঠুন। এদিকে মিঠুনের আউট হওয়ার পরপরই প্যাভিলিয়নে ফেরত যান আগের ম্যাচে শুভ সূচনা করা ইমরল কায়েস।

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৪ ওভারে ২১৬ রান। হাতে রয়েছে চারটি উইকেট। বর্তমানে ব্যাটিংয়ে আছেন মাহমুদুল্লাহ। ২৬ বলে ২২ রানে ব্যাটিং করছেন মাহমুদুল্লাহ। অন্যদিকে মিরাজ ৮ বলে ১১ রানে ক্রিজে আছেন।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি