বাংলাদেশকে ব্রেকথ্রো এনে দিলেন রুবেল
প্রকাশিত : ২৩:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮
বিপজ্জনক হয়ে উঠা শোয়েব মালিককে অবশেষে ফেরালেন টাইগার পেসার রুবেল হোসেন। আর তার এ ব্রেক থ্রোতে পাকিস্তানকে ফের চাপে ফেলেছে টাইগার বোলাররা। রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৮৭ রান। হাতে আছে আর ২৯ ওভার। জিততে হলে পাকিস্তানকে করতে হবে আরও ১৫৩ রান।
কথায় আছে ক্যাস মিস তো ম্যাচ ম্যাচ। আর তিন ফরম্যাটের সফলতা মানে জয়। তাইতো ব্যাটসম্যান-বোলারদের মতো বাংলাদেশের ফিল্ডাররাও কারিশ্মা দেখাচ্ছেন আজ। এরইমধ্যে দুটি উড়ন্ত ক্যাস নিয়েছেন রুবেল ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর এতেই পাক ব্যাটসম্যানদের ফের চেপে ধরেছে বাংলাদেশ।
২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইমামুল হক ৪১ রানে অপরাজিত আছেন।
এমজে/