ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের ‘সুপার ফোর’ পর্বে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর তাই দারুণ এ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের ৩৭ রানের জয় নিশ্চিত হওয়ার পর এক বার্তায় শেখ হাসিনা এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবারের এ অঘোষিত ‘সেমিফাইনালে’ প্রথমে ব্যাট করে ২৩৯ রান তোলে বাংলাদেশ। ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০২ রানেই আটকে যায় পাকিস্তান। ফলে টাইগারদের জয় নিশ্চিত হয় ৩৭ রানের। এ দিন শেষ দশ ওভারের পাওয়ার প্লেতে পার্টটাইম বোলার মাহমুদুল্লাহ ও সৌম্য সরকারকে দিয়ে করানো স্পেলে নিজেদের আক্রমণাত্মক ও সাহসী অধিনায়কত্বের আবারও পরিচয় দেন মাশরাফি। আর ১১৬ বলে ৯৯ রান করা মুশফিকুর রহিম নির্বাচিত হন ম্যাচসেরা।

আগামীকাল শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি