ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ওপেনিং জুটিতে শতক পেরোলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৫১, ২৮ সেপ্টেম্বর ২০১৮

লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের অনবদ্য ব্যাটিংয়ের উপর ভর করে দারুণ শুরু করেছে টিম বাংলাদেশ। শুরু থেকেই ভারতীয় বোলারদের তুলোধুনো করতে থাকেন আগের চার ম্যাচে ব্যর্থ হওয়া লিটন দাস। এদিনে তার ব্যাটে চড়েই মূলত ওপেনিং জুটিতেই শতক পেরোলো টিম বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভার ৪ বলে বাংলাদেরেশর সংগ্রহ বিনা উইকেট ১০২ রান।

এর আগে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ঝড়ো ব্যাটিং শুরু করে লিটন দাস। ১৭ ওভার ৪ বলে ১০২ রান তুলে বাংলাদেশ। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোর চিত্রের বাইরে গিয়ে দলকে দারুণ এক সূচনা এনে দেন দুই ওপেনার লিটন ও মিরাজ।

প্রসঙ্গত, এশিয়া কাপের চলতি আসরে দ্বিতীয় বারের মত সাক্ষাত হচ্ছে দুই দলের। প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায়। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। 

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি