ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে দ্রুত অর্ধশতকের রেকর্ড লিটনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ধারাবাহিক ব্যর্থতার তকমা পাওয়া লিটন দাসের ব্যাট এশিয়া কাপের ফাইনালে হেসেছে। শুধু তাই নয় তার দ্রুততম অর্ধশতকে শতরানের ওপেনিং জুটি পেয়েছে টাইগাররা।

তার অর্ধশতক ভারতের বিপক্ষে যেকোনো ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। তিনি ৩৩ বলে তার অর্ধশতক পূর্ণ করেন। এর আগে সাইমন্ডস ৩২ বলে ভারতের বিপক্ষে অর্ধশতক করেছিলেন।

দুবাই ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে টিম বাংলাদেশ। বারবার টপ অর্ডারদের ব্যর্থতায় বাংলাদেশ যখন ব্যাটিং লাইন আপ নিয়ে ভুগছে, তখন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা ওপেনিংয়ে নামিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজকে।

মিরাজ ৩২ রানে কেদার যাদবের বলে ক্যাচ তুলে দিলেও লিটন ৬৬ বলে ৮৬ রানে ক্রিজে রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২০ রান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি