এবার রাইডুকে ফেরালেন মাশরাফি
প্রকাশিত : ২২:২৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮
লোয়ার স্কোরিং ম্যাচে খেলতে নেমে বাংলাদেশকে শুভ সূচনা এনে দিয়েছেন বোলাররা। ওপেনার শিখর ধাওয়ানকে ক্যাচ আউট করার পর এবার আম্বাতি রাইডুকে ফেরালেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।
এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে আউট করে নিজের প্রথম উইকেট তুলে নিয়েছেন স্পিনার নাজমুল ইসলাম। ২২৩ রানের টার্গেটে খেলতে নেমে মারকুটে ব্যাটিং শুরু করে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। শেষ পর্যন্ত এ জুটি ভাঙ্গতে সক্ষম হলেন নাজমুল ইসলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৮ রান।
ধাওয়ানের ক্যাচটি ধরেন ফিল্ডার সৌম্য সরকার। এরপরই ভারতীয় শিবিরে আরও একটি আঘাত হানেন অধিনায়ক মাশরাফি। এবার মাশরাফির গোলায় আম্বাতি রাইডো টোকা লাগালে তা লুফে উইকেট রক্ষক মুশফিকুর রহিম। রাইডু ৭ বলে ২ রান করেন।
এর আগে ব্যাট করতে নেমে লিটন দাসের অনবদ্য ১২১ রানের উপর ভর করে ২২২ রানের লোয়ার ইনিংস দাঁড় করায় টাইগাররা। আর এ মামুলি টার্গেটে খেলতে নেমে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঝড়ো ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। রোহিত ২৩ বলে ২৮ রান নিয়ে অপরাজিত আছেন।