ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিপজ্জনক হয়ে উঠা রোহিতকে ফেরালেন রুবেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:১৭, ২৮ সেপ্টেম্বর ২০১৮

টাইগারদের বিরুদ্ধে বিপজ্জনক হয়ে উঠা রোহিত শর্মাকে ফেরালেন পেসার রুবেল হোসেন। আর রুবেলের ব্রেকথ্রোতে চাপে পড়েছে ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৩ রান। ১৭ ওভারে ৮৩ রানে এই রান তুলে ভারত।

লোয়ার স্কোরিং ম্যাচে খেলতে নেমে বাংলাদেশকে শুভ সূচনা এনে দিয়েছেন বোলাররা। ওপেনার শিখর ধাওয়ানকে ক্যাচ আউট করার পর এবার আম্বাতি রাইডুকে ফেরালেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে আউট করে নিজের প্রথম উইকেট তুলে নিয়েছেন স্পিনার নাজমুল ইসলাম। ২২৩ রানের টার্গেটে খেলতে নেমে মারকুটে ব্যাটিং শুরু করে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। শেষ পর্যন্ত এ জুটি ভাঙ্গতে সক্ষম হলেন নাজমুল ইসলাম।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি