ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশকে টুপি খোলা অভিনন্দন: শেবাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ ক্রিকেট নিয়ে বরাবর সোশ্যাল সাইটে সরব থাকেন। এবার এশিয়া কাপ নিয়েও ছিলেন তিনি সরব। সোশ্যাল সাইটে তিনি মন্তব্য করেছেন বাংলাদেশ ও ভারতের খেলা সম্পর্কে। বাংলাদেশকে জানিয়েছেন অভিনন্দন আর ভারতকে দুর্বল দিক কাটিয়ে উঠতে দিয়েছেন পরামর্শ।

এশিয়া কাপ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে শেবাগ লিখেছেন, ট্রফিটা কত কাছে, কিন্তু এখনও অনেক দূরে। দলের মূল খেলোয়াড়দের ছাড়াই বীরত্বপূর্ণ লড়াই দেখানোর জন্য বাংলাদেশ দলকে হ্যাটস অফ (টুপি খোলা অভিনন্দন)।

অন্যদিকে ট্রফি জিতলেও ভারতের খেলা দেখে খুশি নন ভারতের সাবেক এই মারকুটে ওপেনার। শেবাগ বলেন, জিতলেও ভারতের কিছু জায়গায় এখনও অনেক কাজ করার দরকার রয়েছে। আমি আশা করি, তারা ভবিষ্যতে আরো ভালো করবে।

প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে শেষ বলে ভারতের কাছে হেরে আরো একবার ট্রফির খুব কাছে গিয়েও ট্রফি ছুঁয়ে দেখা হলো না টাইগারদের।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি