ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

চোখ ভেজায় সাকিব-কন্যার ‘অনুরোধ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের ফাইনালে টিম বাংলাদেশ যখন ভারতের সঙ্গে লড়ছে, বিশ্বসেরা অলরাউন্ডার তখন হাসপাতালের বিছানায়। তবে আঙুলের তীব্র ব্যথা খেলা থেকে দূরে রাখতে পারেনি সাকিব আল হাসানকে। টিভিতে অসহায় চোখে ফাইনাল দেখেছেন। হারের পর আঙুলের সঙ্গে নিশ্চয়ই হৃদয়েও যন্ত্রণা অনুভব করেছেন এই টাইগার।

অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকেরা গতকাল শনিবারও ছাড়েননি সাকিবকে। কারণ অস্ত্রোপচার করা বাঁ হাতের ব্যথা কমেনি, কমেনি ফোলাও। তবে আজ রোববার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবকে দেখতে তার কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন খুব কাছের মানুষেরাই। আর সাকিব-কন্যা আলায়না হাসান তো এখন চিকিৎসকদেরও তার বাবার কাছে আসতে দিতে চায় না!

শনিবার রাতে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির কেবিনে বাবার কোলঘেঁষা আলায়নার একটা হৃদয়স্পর্শী ছবি পোস্ট করেছেন। এই ছবি যে কারও চোখ ভেজাবে, চোখ ভেজাবে সাকিব-কন্যার চাওয়াটা শুনলেও। পোস্টে সাকিব লিখেছেন, সে আমার চোখের আড়াল হতে চায় না। ঢাল হয়ে থাকা আমার মেয়ে চিকিৎসকদেরও কাছে আসতে দিতে চায় না, যাতে তার বাবাকে তারা (চিকিৎসকেরা) ব্যথা না দিতে পারে!

শিশিরও সাকিবের কথারই প্রতিধ্বনি করেছেন। লিখেছেন, সে (আলায়না) তাকে (সাকিব) ছাড়তে চায় না। ঢাল হয়ে থাকা এক কন্যা তার বাবার কাছে কিছুতেই কাছে চিকিৎসকদের আসতে দিতে চায় না। সে ভাবছে, চিকিৎসকেরা বুঝি ওর বাবাকে ব্যথা দেবে। তার হৃদয় কাঁদছে, চিকিৎসক থেকে বাবাকে দূরে রাখতে কোলেই ঘুমিয়ে পড়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বিমান ধরার কথা ছিল সাকিবের। কিন্তু সেদিন সকালেই চোট পাওয়া হাতে তীব্র ব্যথা অনুভব করেন। আর দেরি না করে ছুটে যান অ্যাপোলো হাসপাতালে। চোট পাওয়া বাঁ হাতের কড়ে আঙুল থেকে সংক্রমণ ধরা পড়ায় অস্ত্রোপচারও করতে হয়েছে। আর তাই মাস তিনেক মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি