ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্তানের লিঙ্গ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই: সানিয়া মির্জা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ভারতে তিনি একজন মেয়ে খেলোয়াড়। তাই বলে নিজের পরিবারের মধ্যে তাকে ঘিরে কখনও ছেলে-মেয়ের তফাত প্রসঙ্গে কথা শুনতে হয়নি। এখন তিনি মা হতে যাচ্ছেন। সন্তানের প্রতিক্ষায় সময় কাটছে তার। স্বামী-স্ত্রী দুজনেই তারকা খেলোয়াড়।তাই তাদের ভক্তদের সংখ্যা অনেক। স্বাভাবিক ভাবেই ভক্তদের মনে প্রশ্ন- সানিয়া ছেলে নাকি মেয়ে চাইছেন? যদিও এ বিষয়ে স্পষ্ট কথা সানিয়ার। কারণ সব সময় তিনি স্পষ্ট কথা বলতেই পছন্দ করেন।

নেটিজনদের উদ্দেশ্যে তাই সানিয়া মির্জা বলেন, ‘ছেলে বা মেয়ে, আমার কাছে কোনও ফ্যাক্টর নয়। অনেক হবু মায়ের কাছে হয়তো এটা ভাবনার বিষয়। তবে আমি শুধুমাত্র ভাবছি আমার বাচ্চার সুস্বাস্থ্য নিয়ে। এই মুহূর্তে আমার মাথায় একটাই চিন্তা। আমার সন্তান যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসে। আসলে ছেলে বা মেয়ে নিয়ে আমাদের সমাজে একটা ট্যাবু রয়েছে। তবে আমি মনে করি, প্রতিটা মানুষের নিজস্ব স্বাধীনতা রয়েছে। সে ছেলে হোক বা মেয়ে। তাই আমার সন্তানের লিঙ্গ নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই।’

তিনি বলেন, ‘আমি সবসময় নিজের উপর আস্থা রেখেছি। আমার মা-বাবাও আমাকে শক্তি জুগিয়েছেন। আমিও আমার সন্তানকে সেরকম সমর্থন দেব। ছেলে হোক বা মেয়ে, সে যেটা করতে চায় সেটা যেন পূর্ণ সমর্থন ও সততার সঙ্গে করতে পারে। সেদিকে খেয়াল রাখাটা আমাদের কর্তব্য।’

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি