ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো টাইগার যুবারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:৩৪, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো স্বাগতিক বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ওয়াকার আহম্মেদের হাফ সেঞ্চুরিতে ১৮৭ রান তোলে পাকিস্তান।

৫৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন ওয়াকার। এছাড়া সাইম আউয়ুব ৪৯, জুনায়েদ খান ২৪, অধিনায়ক রোহাইল নাজির ২৩ ও মোহসিন খান করেন ১১ রান।

বাংলাদেশের রিশাদ হোসেন ৫৩ রানে ৩ উইকেট নেন। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রান্তিক নাবিল ও শামিম হোসেনের জোড়া হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৯১ রান তোলে বাংলাদেশ। নাবিল ৫৮ ও শামিম করেন ৬৫ রান।

এ জয়ের ২ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ২ ম্যাচের ২টিতেই জেতা শ্রীলঙ্কা রয়েছে সবার উপরে। বাংলাদেশের সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশের উপরে অবস্থান করছেন পাকিস্তান।

মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে যেতে এই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের দিকে। সে ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের প্রথম দুই দল শ্রীলঙ্কা ও পাকিস্তান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি