ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

অবসরে চলে যাও মেসিকে ম্যারাডোনা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ১ অক্টোবর ২০১৮

এক সময় জাতীয় দল থেকে অবসরও নিয়েছিলেন মেসি। ক্ষোভ থেকে অবসর নিলেও সেবার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চেষ্টায় আবারও ফিরে আসেন দলে। তবে এবার সেই ম্যারাডোনাই মেসিকে পরামর্শ দিলেন খেলা থেকে অবসর নেওয়ার।   

গেল বিশ্বকাপে আর্জেন্টিনার চরম ভরাডুবির পর জাতীয় দল থেকে সাময়িক অবসরে যান বার্সেলোনা তারকা মেসি। যেখানে টুর্নামেন্টে মেসির পা থেকে একটি গোলই আসে। অবশ্য তিনি ক্লাব বার্সার হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন।

আলবিসেলেস্তাদের এমন পারফরম্যান্সের পর চাকরি হারান কোচ হর্হে সাম্পাওলি। এছাড়া প্রচুর সমালোচনা হয় মেসিকে নিয়ে। পরে সেপ্টেম্বরে গুয়েতমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামা হয়নি পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ীর।

এর আগে কোপা আমেরিকার ফাইনালে দুই বার হেরে যাওয়ার কারণে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি।

মেসির অবসর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘আমি মেসিকে কী বলবো? কখনো ফিরে এসো না। অবসরে যাও।’

বিশ্বকাপ জয়ী আরও বলেন, ‘মেসিকে সবকিছুতেই দোষারোপ করা হয়। দেশের অনূর্ধ্ব-১৫ হেরে গেলে মেসির দোষ দেওয়া হয়, ঘরোয়া লিগে রেসিংয়ের সঙ্গে বোকার খেলা পড়লেও মেসিরই দোষ দেওয়া হয়। তাকে সবসময়ই দোষারোপ করা হয়।’

ম্যারাডোনা বলেন,‘আমি তাকে বলবো “কোথাও যেও না” দেখ তারা দলকে বাঁচাতে পারে কীনা। দেখ তাদের বড় কোনো নাম আসে কীনা।’

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি