ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

গোলাপী বলে টেস্ট না খেলানোর আবেদন মাঞ্জরেকারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৪১, ২ অক্টোবর ২০১৮

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে দর্শক টানতে দিন রাতের টেস্টে ঝুঁকেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দেশ৷ দিন রাতের টেস্টের অভিষেক হয়েছিল ২০১৫ সালে৷

পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশিয়ান দেশ যেখানে টেস্ট ক্রিকেটের জৌলুস ফেরাতে দিন রাতের ফর্ম্যাটে ঝুঁকেছে সেখানে আজেও পিছনের সারিতে হাঁটছে ভারতীয় ক্রিকেট৷ আর এখানেই আপত্তি ভারতের সাবেক ক্রিকেট তারকা সঞ্জয় মাঞ্জরেকারের।

এদিকে অস্ট্রেলিয়ার ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের জন্য পিঙ্ক বলে পাঁচ দিনের ম্যাচ খেলে অজিরা৷ এর পর তিন বছর হয়ে গেলেও দিন রাতের টেস্টের পক্ষে কোনো আগ্রহ দেখায়নি বিরাটের ভারত৷

এমনকি আসন্ন অস্ট্রেলিয়া সফরের সূচিতে একটি দিন রাতের টেস্ট রাখার পক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া জোর করলেও শাস্ত্রীদের পক্ষ থেকে সবুজ সংকেত মেলেনি৷

মাঞ্জরেকার বলেন, ‘আইপিএলের যুগে টেস্ট ক্রিকেট দর্শক হারাচ্ছে৷ ভারতে ফাঁকা মাঠে টেস্ট ম্যাচ হচ্ছে৷ সত্যিই এই দৃশ্য মেনে নেওয়া যায় না৷ তাই দায়িত্বটা প্রথম সারির খেলোয়ারদের নিতে হবে। উল্লেখ্য, আইসিসি ব়্যাংকিংয়ে টেস্ট ফর্ম্যাটে শীর্ষস্থানে রয়েছে বিরাটের ভারত৷

সূত্র : কলকাতা টোয়েন্টি ফোর।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি