ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রিয়ালের হার, জুভেন্টাসের বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৪৫, ৪ অক্টোবর ২০১৮

খারাপ সময় পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগে মস্কোয় হার মাদ্রিদের ক্লাবটির। অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই বড় জয় পেল জুভেন্তাস। সুইস ক্লাব ইয়ং বয়েজকে ৩-০ গোলে হারাল তারা। হ্যাটট্রিক করলেন পাওলো দিবালা।  

লা লিগার পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও ছন্দ হারাল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর কাছে হেরে গেল লুকা মদরিচ, টনি ক্রুজরা। জি-গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতল  সিএসকেএ মস্কো। চোটের জন্য গ্যারেথ বেল, সের্জিও রামোস, মার্সেলো ছিলেন না। অসুস্থতার জন্য ছিটকে যান ইসকো। বেল, রামোস, ইস্কো, মার্সেলোদের অভাব বুঝতে পারল রিয়াল।

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে মস্কোর হয়ে জয়সূচক গোলটি করেন ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচ। শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ নিজেদের গুছিয়ে নিতে অনেকটা সময় নেয়। মিডফিল্ডের সঙ্গে আক্রমণভাগের বোঝাপড়ার অভাব চোখে পড়ার মতো। সুযোগ হাতছাড়া করেন মদ্রিচ, ভারানে। ম্যাচের শেষ সময়ে হলুদ কার্ড দেখেন গোলরক্ষক আকিনফিভ। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে আরও একটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল রিয়াল। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে জি-গ্রুপের শীর্ষে সিএসকেএ মস্কো।

অন্যদিকে, পাওলো দিবালার হ্যাটট্রিকের সৌজন্যে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল জুভেন্তাস। সুইস ক্লাব ইয়াং বয়েজকে উড়িয়ে দিল ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল। নিজেদের মাঠে মঙ্গলবার এইচ-গ্রুপে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে জেতে জুভেন্তাস। প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল ইতালিয়ান চ্যা্ম্পিয়নরা। প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় এদিন ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সিআর সেভেনের অনুপস্থিতি কোনওভাবেই বুঝতেই দেননি দিবালা। ম্যাচের ৫ মিনিটেই দলকে এগিয়ে দেন পাওলো দিবালা। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান সেই দিবালাই। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জুভে। ৬৯ মিনিটে দুরন্ত এক আক্রমণ থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন দিবালা। ৭৮ মিনিটে বল দখলের লড়াইয়ের মাঝে দিবালার মুখে হাত দিয়ে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গিনির সেন্টার-ব্যাক মোহামেদ আলি কামারা।

প্রতিপক্ষ দলে একজন কম থাকলেও বাকি সময়ে সেই সুযোগে ব্যবধান বাড়াতে পারেনি জুভেন্তাস। দুটি ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে এইচ-গ্রুপের শীর্ষে রয়েছে জুভেন্তাস।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি