ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

শচীনকে টপকে গেলেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ৭ অক্টোবর ২০১৮

বিরাট কোহলি। এ মূহুর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ভারতীয় দলের এ অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাজকোট টেস্টে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি করেছেন। আর এই সেঞ্চুরি করার মধ্য দিয়ে শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী ও বীরেন্দ্রর শেবাগকে ছাড়িয়ে গেছেন কোহলি।
টেস্ট ক্রিকেটে ২৪টি সেঞ্চুরি করতে শচীন খেলনে ১২৫ ইনিংস। আর কোহলি খেলেন ১২৩ ইনিংস। টেস্টে দ্রুততম ২৪টি সেঞ্চুরি করতে মাত্র ৬৬টি ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডন ব্রাডম্যান। এই তালিকায় সাবেক অস্ট্রেলিয়ান এই অধিনায়কই শীর্ষে। দ্বিতীয় পর্যায়ে কোহলি। তার পরেই অবস্থান কিংবদিন্ত ক্রিকেটার শচীনের।

শুধু শচীনকেই নয়, সেঞ্চুরির কারার দিক থেকে ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেবাগকেও ছাড়িয়ে গেছেন কোহিল। এর আগে শেবাগ করেছেন ১০৩ টেস্টে ২৩টি সেঞ্চুরি। মাত্র ৭২টি টেস্ট খেলে ২৪টি সেঞ্চুরি করেছেন কোহলি।

তবে টেস্টে রান সংগ্রহের দিক থেকে ভারতে শীর্ষে শচীন। তার সংগ্রহ ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান। ১৬৩ টেস্ট খেলে ১৩ হাজার ২৬৫ রান করেছেন রাহুল দ্রাবিড়। ১২৫ টেস্ট খেলে ১০ হাজার ১২২ রান করেছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি