অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত মাহমুদউল্লাহ
প্রকাশিত : ১৪:৪৩, ৭ অক্টোবর ২০১৮
ঘরের মাঠে আসন্ন দুই সিরিজে চোটের কারণে পাওয়া যাবে না সাকিব আল হাসনকে। তাই তার পরিবর্তে জাতীয় দলের নেতৃত্ব চলে আসতে পারে মাহমুদউল্লহ রিয়াদের কাঁধে। আর অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন বলে জানালেন এ অলরাউন্ডার।
মাহমুদউল্লাহ বলেন, অধিনায়কত্ব সব সময়ই পছন্দ করি। কাজটা খুবই চ্যালেঞ্জিং। খুবই সম্মানের কাজ। এই চ্যালেঞ্জ নিতে উন্মুখ থাকি। যদি এ ধরনের সুযোগ আসে আমি তৈরি।
প্রসঙ্গত, সাকিব ছাড়াও ইনজুরিতে আক্রান্ত মাশরাফি-মুশফিকসহ বেশ কিছু ক্রিকেটার। এমনকি গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠে চোটে আক্রান্ত মাহমুদউল্লাহ নিজেও। তবে সেই চোট নিয়েই সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলেছেন।
রিয়াদ বলেন, চোট থাকবে। আর এগুলো নিয়ে খেলতে হবে। তবে এই মুহূর্তে কিছুটা ভালো আছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই ফিরতে পারব।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩ উইকেটের পরাজয় নিয়ে তারকা ক্রিকেটার বলেন, ক্রিকেটে কখনও হারবেন, কখনও জিতবেন। আর দল হিসেবে আমাদের চেষ্টা করতে হবে।
একে//