ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

দেশের হয়ে শেষ ওয়ানডে খেললেন ক্রিস গেইল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:৫৬, ৮ অক্টোবর ২০১৮

দেশের হয়ে আর খেলবেন না ক্রিস গেইল। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে তিনি বিদায় বলেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেললেও গেইলের দেশ আসলে জ্যামাইকা। কেনিংস্টন ওভালে রিজিওনাল সুপার ফিফটি ক্ল্যাশে বার্বাডোজের বিপক্ষে জ্যামাইকার হয়ে শেষ ওয়ানডেটা খেলে ফেলেছেন মারকুটে এই ওপেনার। বিদায় বলেছেন লিস্ট `এ` ক্রিকেটকে। তবে আরেকটি চারদিনের ম্যাচ তিনি খেলবেন জ্যামাইকার হয়ে, এরপর পুরোপুরি বিদায় বলবেন।   

গেইলের ব্যাট কখনো থেমে থাকে না। দেশের হয়ে ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ম্যাচ জেতানো এক সেঞ্চুরিই করেছেন গেইল। বিদায়বেলায় বললেন, `জ্যামাইকার হয়ে শেষ ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করাটা আমার জন্য ভীষণ আনন্দের। এমন কিছুই আমি মনের মধ্যে পুষে রেখেছিলাম। দলকে জয় এনে দিতে পারা আমার জন্য আরও স্পেশাল। দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য আনন্দের ছিল, নেতৃত্ব দেয়াও। ৩৯ বছর বয়সে দাঁড়িয়েও জ্যামাইকার হয়ে শেষ ম্যাচে সেঞ্চুরি করতে পেরে আমি সবার কাছে কৃতজ্ঞ।`

শেষের আগে আরেকটি ইচ্ছে রয়ে গেছে গেইলের। জ্যামাইকার হয়ে একটি চারদিনের ম্যাচ খেলতে চান। ক্যারিবীয় ওপেনার বলেন, `যদি সম্ভব হয়, আমি সাবিনা পার্কে একটি চারদিনের ম্যাচ খেলব। যদি সম্ভব হয়, অবশ্যই খেলব। আমি জানি না, সেটা কখন হবে। আমি সূচির দিকে তাকিয়ে আছি, নিজে প্রস্তুত আছি।`

নিজ দেশের হয়ে খেলতে নামা এই খেলোয়াড়কে `গার্ড অব অনার` দিয়েছে দুই দলই। তার সম্মানার্থে অধিনায়ক নিকিতা মিলারের বদলে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয় এই ম্যাচে। অধিনায়ক হিসেবে মাঠে নেমে ১১৪ বলে ১০ চার আর ৮টি বিশাল ছক্কায় ১২২ রান করেন গেইল। তার এমন মারকুটে মারে সহজে জয় পায় দল।

এসি
 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি