ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেষ চারে ফেডেরার, দুরন্ত জয় জাকোভিচের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ১৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:২৫, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সাংহাই মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে কেই নিশিকোরিকে হারালেন রজার ফেডেরার। অন্যদিকে, কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভের মুখোমুখি  নোভাক জোকোভিচ। আরও এক বার ফাইনালে দুই কিংবদন্তির মুখোমুখি হওয়ার আশায় ভক্তেরা।

নিশিকোরির বিরুদ্ধে প্রথম সেট ৬-৪ জেতার পরে দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন ফেডেরার। টাই হয়ে যায় দ্বিতীয় সেট। টাই ব্রেকারেও ১-৪ পিছিয়ে পড়তে হয়েছিল ফেডেরারকে। সেখান থেকে দুরন্ত ভাবে উঠে দাঁড়ান সুইস কিংবদন্তি। শেষ চারে ফেডেরারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বোরনা কোরিচ। কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-৪ জেতেন তিনি।

ফে়ডেরারের সামনে ফাইনালে ওঠার রাস্তা সহজ হলেও জোকোভিচের কাছে তা বেশ কঠিন। যদিও শেষ আটের ম্যাচে  দক্ষিণ আফ্রিকার তারকা কেভিন অ্যান্ডারসনকে স্ট্রেট সেটে হারান জোকার। ফল ৭-৬ (৭-১), ৬-৩। সেমিফাইনালে জার্মান তারকার বিরুদ্ধে সেই ছন্দ জোকার ধরে রাখতে পারেন কি-না সেটাই দেখার।

প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই জেরেভ ৬-৪, ৬-৪ সেটে উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ তারকা কাইল এডমান্ডকে। যদিও ম্যাচ শেষে তোয়ালে বিতর্ককে উস্কে দিলেন জেরেভ। তিনি বলেন, ‘কয়েক জনের কুসংস্কারের জন্য তোয়ালে নিয়ে দৌড়তে হয় বলবয়দের। বেশির ভাগ টেনিস তারকা কুসংস্কারের জন্য তোয়ালে ব্যবহার করেন।’

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি