গোলশূণ্য ড্র নিয়ে মাঠ ছাড়ল ইংল্যান্ড-ক্রোয়েশিয়া
প্রকাশিত : ১২:০৩, ১৩ অক্টোবর ২০১৮
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোলশূণ্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। শনিবারের ওই খেলায় উভয় দল প্রাণপনে খেললেও কেউই গোলের দেখা পায়নি।
ইংল্যান্ড দলের ম্যানেজার গ্যারেথ সাউথগেট এই খেলার আগে দলের অবস্থান নিয়ে কথা বলেন। তিনি বলেন, এই খেলায় আমাদের জয় পাওয়াটা খুবই জরুরি।
ইংল্যান্ড অবশ্য খেলায় ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। ইরিক ডাইয়ার এবং হ্যারি কেইন গোলের সুযোগ পেয়েও হাত ছাড়া করেন।
ইংল্যান্ড দলের ম্যানেজার বলেন, আমরা খেলার প্রথম আর্ধে ভালো খেলেছি। কর্ণার থেকে ভালো সুযোগও পেয়েছি। কিন্তু কাজে লাগাতে পারেনি। এদিকে আমাদের বিপক্ষ দল ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধে একটি ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেনি।
তিনি বলেন, শেষ পর্যায়ে এসে আমাদের খেলোয়াররা উপর্যুপরি আক্রমণ চালিয়েছে। এই কারণে তাদেরকে প্রশ্ন করার সুযোগ নেই। আমি এই বিষয়ে খুবই খুশি যে আমরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছি। তবে জয় পাওয়াটা আমাদের দরকার ছিল।
সূত্র: বিবিসি
এমএইচ/ এআর