পাকিস্তানের কাছে অস্ট্রেলিয়ার অসহায় আত্মসমর্পণ
প্রকাশিত : ১৬:৩১, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:৫৮, ১৭ অক্টোবর ২০১৮
আবুধাবি টেস্টে দ্বিতীয় দিনে ১৪৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। আজ বুধবার তেমন কোনও প্রতিরোধ ছাড়াই অসহায়ের মতো আত্মসমর্পণ করে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়াকে গতকালই চোখ রাঙানি দিয়ে রেখেছিলেন চামড়ার কারখানায় কাজ করা থেকে উঠে আসা এক পেসার—মোহাম্মদ আব্বাস। আজ দ্বিতীয় দিনেও ভয়ংকর চেহারায়ই দেখা গেল মোহাম্মদ আব্বাসকে।
আগের দিনের ২ উইকেটে ২০ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া মধ্যাহ্ন বিরতির সামান্য কিছু সময়ের মধ্যেই তাদের প্রথম ইনিংসে অল আউট হয়ে যায়। ফলে পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ১৩৭ রানে পিছিয়ে টিম পেইনের দল। মোহাম্মদ আব্বাস ৫টি, বিলাল আসিফ ৩টি ও ইয়াসির শাহ নেন ১টি উইকেট।
টপ অর্ডার ও মিডল অর্ডারের তুলনায় লেজের দিকেই তুলনামূলক ভালো ব্যাটিং করেছেন মিচেল স্টার্করা। সর্বোচ্চ স্কোরার অ্যারন ফিঞ্চের (৩৯) পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান এসেছে পেসার স্টার্কের ব্যাট থেকে।
প্রসঙ্গত, প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। একটা সময় ধুঁকতে থাকলেও অভিষিক্ত ফাখর জামান আর সরফরাজ আহমেদের সমান ৯৪ রানের দুটি ইনিংসে ভর করে এই লড়াকু পুঁজি পেয়েছে স্বাগতিকরা।
একে//